Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে রোববার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০০, ১৬ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে রোববার

ঢাকা : শান্তিতে নোবেলজয়ী মার্কিন নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন উপলক্ষে আগামী রোববার ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ জানুয়ারি মার্কিন দূতাবাসের কনস্যুলার সেকশন, আর্চার কে ব্লাড লাইব্রেরি ও অ্যাডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিনে আমেরিকায় জাতীয় ছুটি পালন করা হবে।

তবে দূতাবাস বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরি সেবা দেয়া হবে। তাদের জরুরি সেবার জন্য ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করতে বলা হয়েছে।