Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

চীনের মধ্যস্থতায় বসবে বাংলাদেশ-মিয়ানমার :পররাষ্ট্রমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

চীনের মধ্যস্থতায় বসবে বাংলাদেশ-মিয়ানমার :পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা : রোহিঙ্গা সমস্যা সমাধানে আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা বিষয়ে বিশ্ব নেতাদের আগ্রহ- সার্বিক অবস্থান অব্যাহত রাখা এবং প্রত্যাবাসন বিষয় ত্বরান্বিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি এবং জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরা হবে। চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ত্রিপক্ষীয় সবাই মিলিত হওয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ অধিবেশনে অংশ নেয়ার বিস্তারিত তুলে ধরেন তিনি। কাশ্মীর ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের কাছে বাংলাদেশ নিজের অবস্থান স্পষ্ট করেছে।’

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables