Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৮ ১৪৩২, বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন জিনপিং

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ১৮ জুন ২০১৯

প্রিন্ট:

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন জিনপিং

ঢাকা :চলতি সপ্তাহেই উত্তর কোরিয়া যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির নেতা কিম জং উনের আমন্ত্রণে দু’দিনের এ সফর শুরু হবে আগামী বৃহস্পতিবার।

শুক্রবার পর্যন্ত পিয়ংইয়ংয়ে অবস্থান করবেন জিনপিং। এক দশকেরও বেশি সময়ের মধ্যে চীনের কোনো প্রেসিডেন্টের পক্ষে এটাই প্রথম কোরিয়া সফর।রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি সোমবার এ খবর জানিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে বেইজিং সফরের সময় দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষে চীনা প্রেসিডেন্টকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানান কিম।

শি জিনপিং ওই আমন্ত্রণ গ্রহণ করেন। গত এক বছরে কিম চারবার বেইজিং সফর করলেও এবারই প্রথম উত্তর কোরিয়ায় যাচ্ছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের এ প্রেসিডেন্ট।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer