Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ১৪ ১৪৩২, বৃহস্পতিবার ২৯ মে ২০২৫

যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৯, ২২ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম

ঢাকা : যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে সাঈদা মুনা তাসনিমকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমানে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবারপররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অণুবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাঈদা মুনা তাসনিমের এ নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়।

পেশাদার কূটনীতিক সাঈদা তাসনিম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। পেশাগত জীবনে তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অণুবিভাগের মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন সাঈদা তাসনিম।

তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৮৮ সালে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরে যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে জনকূটনীতি ও পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে সাঈদা তাসনিম তিন সন্তানের জননী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer