Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৫ ১৪৩২, বৃহস্পতিবার ০২ অক্টোবর ২০২৫

পাক-ভারত সীমান্তে গোলাগুলি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৫, ২২ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

পাক-ভারত সীমান্তে গোলাগুলি

ফাইল ছবি

ফের উত্তেজনায় জড়িয়ে পড়ছে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। পেহেলগাম কাণ্ডের পর গত কয়েকদিন ধরে দুই দেশের নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলছিল। এবার তা গড়িয়েছে গোলাগুলিতে। সূত্রের বরাত দিয়ে অনলাইন ইন্ডিয়া টুডে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর অঞ্চলে ভারত ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে গোলাগুলি হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে গোলাগুলির মাত্রা খুব বেশি ছিল না এবং এটা যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেনি। সূত্রের তরফে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গোলাগুলি শুরু হয়। যা থেমে থেমে প্রায় এক ঘণ্টা ধরে চলে। এরপর পরিস্থিতি শান্ত হয়ে যায়। এ ঘটনায় এখনো পর্যন্ত সেনাবাহিনী এই বিষয়ে কোনো সরকারি বিবৃতি জারি করেনি।

গত মে মাসে দুই দেশের মধ্যে কঠিন উত্তেজনার কয়েক মাস না পেরোতেই সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা এটি। ৭ই মে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানকে দায়ী করে ওই অভিযান চালায় দিল্লি। চারদিন স্থায়ী ওই সংঘাত দ্রুতই শেষ হয় এবং উভয় পক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়।

৫ই আগস্ট কিছু গণমাধ্যমে উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের পক্ষ থেকে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা অস্বীকার করে। সেনাবাহিনী একটি বিবৃতিতে জানায়, পুঞ্চ অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে কিছু সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এটা স্পষ্ট করে জানানো হচ্ছে যে, নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনো যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি। অনুগ্রহ করে যাচাই না করা তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables