Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৮ ১৪৩২, সোমবার ১২ মে ২০২৫

সরাসরি আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ১২ মে ২০২৫

প্রিন্ট:

সরাসরি আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

ফাইল ছবি

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করতে সোমবার ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, রোববার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ‘হটলাইন’ বার্তা পাকিস্তানি সেনার উদ্দেশে পাঠানো হয়েছে। সোমবার বেলা ১২টা নাগাদ দুই দেশের সামরিক বাহিনীর দুই দেশের সামরিক বাহিনীর ‘ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্‌স’ (ডিজিএমও) পর্যায়ে আলোচনায় বসবেন।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ সঞ্জীব শ্রীবাস্তব ইকোনমিক টাইমসকে বলেন, ‘এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারত ও পাকিস্তানের মধ্যে যে সমঝোতা হয়েছে, কীভাবে এটি অব্যাহত রাখা যায় এবং এটি স্থায়ী করার উপায় আলোচনা হবে। দেখা যাক বৈঠকের ফলাফল কী হয়।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গত শনিবার বিকেলে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। সোমবার বেলা ১২টায় আবার দুই দেশ আলোচনায় বসবে।

সূত্র বলছে, শনিবারও ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ডিজিএমও কথা বলে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতায় পৌঁছেছিলেন। সোমবারও তাদের মধ্যেই কথা হবে। আগের ডিজিএম পর্যায়ের আলোচনায় যুদ্ধবিরতি ছাড়া আর কোনো বিষয় উঠে আসেনি। শুধুমাত্র দুই দেশ সীমান্তে হামলা বা পাল্টা হামলা বন্ধ রাখবে বলে সম্মত হয়েছিল। বাকি অন্যান্য সমস্যা নিয়ে সোমবার আলোচনা হতে পারে।

এদিকে গত কয়েকদিনের মতো নিয়ন্ত্রণরেখায় রোববার রাতে নতুন করে আর কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ভারতীয় সেনাদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, জম্মু ও কাশ্মীর এবং আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া অন্যান্য এলাকায় রোববার রাত ছিল শান্তিপূর্ণ। নতুন করে কোনো অশান্তি বা ঘটনার খবর পাওয়া যায়নি। গত কয়েক দিনের মধ্যে এটাই প্রথম শান্ত রাত বলে উল্লেখ করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer