Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

‘সুন্দর নির্বাচনের জন্য ভিসা নীতি দিয়েছে যুক্তরাষ্ট্র’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩২, ৩১ মে ২০২৩

প্রিন্ট:

‘সুন্দর নির্বাচনের জন্য ভিসা নীতি দিয়েছে যুক্তরাষ্ট্র’

ফাইল ছবি

কোনো দল বা কাউকে উদ্দেশ্য করে নয়, একটা সুন্দর নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসা নীতি একটা দেশের নিজস্ব বিষয়। তবে বাংলাদেশে কোনো দলকে উদ্দেশ্য করে নতুন ভিসা নীতি দেয়া হয়নি। একটা সুন্দর নির্বাচনের জন্য ভিসা নীতি দিয়েছে তারা।মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না; কোনো পেশি শক্তিকেও বিশ্বাস করে না। জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করে নেয়ার কারণ জানতে চেয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতিকদের রাস্তায় চলাচলের সময় বিশেষ নিরাপত্তা তুলে নিলেও তাদের পুরো নিরাপত্তা দেয়া হবে, এটি নিশ্চিত করা হয়েছে রাষ্ট্রদূতকে।

আসাদুজ্জামান খান বলেন, কূটনৈতিক পাড়ায় কোনো ধরনের নিরাপত্তায় ব্যাঘাত ঘটতে দেয়া হবে না। সব বিদেশি নাগরিক যেন নিরাপদে নিশ্চিন্ত থাকে সরকার সে বিষয়ে সচেতন রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer