Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৮ ১৪২৯, রোববার ০২ এপ্রিল ২০২৩

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের উদ্বোধন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২০, ১৮ মার্চ ২০২৩

আপডেট: ১৮:৩২, ১৮ মার্চ ২০২৩

প্রিন্ট:

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের উদ্বোধন

ছবি- সংগৃহীত

জ্বালানি তেল আনতে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে আন্তঃদেশীয় এ পাইপলাইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দুই নেতা। শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত প্রায় ১৩২ কিলোমিটার দৈর্ঘ্যের পাইপলাইনের পুরোটাই নির্মাণ হয়েছে ভারতের অর্থায়ন ও কারিগরি সহায়তায়। যা দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা হিসেবে দেখছে জ্বালানি বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারত থেকে পাইপলাইনে প্রাথমিক অবস্থায় বছরে ২ লাখ মেট্রিক টন জ্বালানি পাওয়া যাবে, পরবর্তীকালে যা উন্নীত হবে ১০ লাখ মেট্রিক টনে। পূর্ণক্ষমতায় পাইপলাইনটি ব্যবহার হলে পরিবহন ব্যয়বাবদ বছরে প্রায় শতকোটি টাকা সাশ্রয়ের আশা নীতিনির্ধারকদের। 
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer