Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

আবারও ক্ষমতায় এলে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে : নরেন্দ্র মোদি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৫, ৬ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

আবারও ক্ষমতায় এলে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে : নরেন্দ্র মোদি

ফাইল ছবি

ভারতে সাধারণ নির্বাচনের আগে সংসদে শেষ ভাষণে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তৃতীয় মেয়াদে ফের ক্ষমতায় এলে, ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম হবে বলেও আশা প্রকাশ করেছেন।

এছাড়া বিজেপি আস্থা প্রকাশ করেছে, নরেন্দ্র মোদির সরকার একটি বিশাল ম্যান্ডেট নিয়ে টানা তৃতীয় মেয়াদে ফিরে আসবে। এর আগে, গত সপ্তাহে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতার ধন্যবাদ প্রস্তাবে প্রধানমন্ত্রী মোদি তার উন্নয়ন এজেন্ডাকে বিরোধীদের নাশকতার সংস্কৃতির বিপরীত বলে অভিহিত করেন।

নরেন্দ্র মোদি বলেন, ‘বিশ্ব ভারত দ্বারা প্রভাবিত। জি২০ শীর্ষ সম্মেলন এটির একটি প্রমাণ। আমাদের তৃতীয় মেয়াদে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে এবং এটি মোদির গ্যারান্টি।’

কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, ‘যখন আমরা বলি, আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব, তখন বিরোধীরা বলে, এটি এমনিই ঘটবে, বড় কিছু নয়। আমি যুবকদের জানাতে চাই এটি কিভাবে হয় এবং এতে সরকারের ভূমিকা কী।’ সূত্র : এনডিটিভি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer