Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে টুইটে যা বললেন মোদি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫০, ৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২১:১০, ৮ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে টুইটে যা বললেন মোদি

-শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ বৈঠক হয়। 

এই বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মোদি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় ছিল।’

এর আগে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে শেখ হাসিনা বিমান বাংলাদেশের ফ্লাইটে নয়াদিল্লিতে পৌঁছান। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ও তার সফরসঙ্গীদের বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বরণ করে নেন ভারতের কেন্দ্রীয় সরকারের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জার্দোশ। সেখান থেকে সরাসরি হোটেলে চলে যান প্রধানমন্ত্রী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer