Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

বুকে সংক্রমণ ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪, ৩ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

বুকে সংক্রমণ ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

ফাইল ছবি

ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সন্ধ্যায় হালকা জ্বর নিয়ে তাঁকে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, তিনি বেশ কিছুদিন ধরেই বুকের সংক্রমণে ভুগছিলেন।

গত শুক্রবার মুম্বাইয়ে বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'র বৈঠক শেষ করে তিনি দিল্লি ফিরেন। সেখান থেকে ফেরার পরই তাঁর বুকে সংক্রমণের সমস্যা নতুন করে দেখা দেয়। চলতি বছরে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী। এর আগে গত মার্চে শ্বাসতন্ত্রের রোগ ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।প্রবীণ এই কংগ্রেস নেত্রী গত বছর দুইবার করোনায় আক্রান্ত হয়েছিলেন।

৭৬ বছর বয়সী কংগ্রেস নেত্রী রাজনীতিতে নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন। ১৯৯৭ সালে তিনি প্রথম কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হয়ে টানা ২০ বছর এ পদে ছিলেন। এরপর ২০১৭ সালে পদত্যাগ করেন।কিন্তু দুই বছর পর আবারও দলীয় প্রধান নির্বাচিত হয়েছিলেন। তিনি সম্প্রতি কাশ্মীরের শ্রীনগর সফর করেন। সর্বশেষ তিনি মুম্বাইয়ে বিরোধী জোট 'ইন্ডিয়া'র তৃতীয় বৈঠকে অংশ নেন।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer