Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

ভারতে ট্রেন দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণের ঘোষণা দিলেন মমতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৬, ৩ জুন ২০২৩

প্রিন্ট:

ভারতে ট্রেন দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণের ঘোষণা দিলেন মমতা

ফাইল ছবি

ভারতের ওড়িশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় তিনশ ছুঁই ছুঁই। আহত প্রায় হাজারের কাছাকাছি। এখনও চলছে উদ্ধার তৎপরতা।এরই মধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দিয়েছেন ক্ষতিপূরণের ঘোষণা।

শনিবার হেলিকপ্টারে চেপে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেন। রেলমন্ত্রীকে পাশে নিয়ে রেলের সমালোচনা করেন মমতা। বলেন, রেলের সমন্বয়ের অভাব রয়েছে। তিনি আরও বলেন, যাত্রীদের প্রতি রেলের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিৎ।

মমতা বলেন, এই দুর্ঘটনায় বাংলার বহু মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। এই দুর্ঘটনায় বাংলার যে সব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে ৫ লাখ রূপি করে ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আহতদের ৫০ হাজার রূপি ক্ষতিপূরণের কথাও বলেন তিনি।

এর আগে শুক্রবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে শালিমার স্টেশন থেকে ছেড়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস। সেই ট্রেন প্রায় ৪ ঘণ্টা পর বালাসোরের বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer