Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

উত্তপ্ত মণিপুরে চলছে কমান্ডো অভিযান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ২৯ মে ২০২৩

প্রিন্ট:

উত্তপ্ত মণিপুরে চলছে কমান্ডো অভিযান

ছবি- সংগৃহীত

ভারতের মণিপুর রাজ্যের বিশৃঙ্খলা আরও বেড়েছে। উত্তপ্ত পরিস্থিতি থামাতে কমান্ডো অভিযানও চালাচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ৪০ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং

রোববার জাতিগত সহিংসতায় বিধ্বস্ত মণিপুরের বেশ কয়েকটি এলাকায় আট ঘন্টারও বেশি সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অস্ত্রধারীদের সংঘর্ষ চলে। এতেই নিহত হয় বিপুল সংখ্যক বিচ্ছিন্নতাবাদী।

খ্যমন্ত্রী বীরেন সিংয়ের অভিযোগ, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এম-সিক্সটিন, একে-ফোরটি সেভেন অ্যাসল্ট রাইফেল ও স্নাইপার ব্যবহার করে আসছে বিচ্ছিন্নতাবাদীরা। গ্রামে ঢুকে জ্বালিয়ে দিচ্ছে বসতভিটাও। কেন্দ্রের নির্দেশে তাই শনিবার রাত থেকে ইম্ফল উপত্যকাসহ অন্তত পাঁচটি এলাকায় চলে অভিযান।

এখনও কিছু কিছু এলাকায় থেকে থেকে গোলাগুলি চলছে ও রাস্তায় লাশ পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে এনডিটিভি।

বন্দুকযুদ্ধে আহত ১০ জনকে ভর্তি করা হয়েছে ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে। এ ঘটনায় একজন কৃষক নিহত হওয়ারও খবর মিলেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer