Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

নিজের মাথা কেটে নিতে বললেন মমতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৫, ৭ মার্চ ২০২৩

প্রিন্ট:

নিজের মাথা কেটে নিতে বললেন মমতা

ছবি- সংগৃহীত

রাজ্যের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমার মাথা কেটে নিন।’ বিরোধীদলের উসকানিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারের বিরুদ্ধে মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানোর আন্দোলন করছে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের এক হাত নিয়েছেন।

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এ মন্তব্য করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বাড়াবে না। কারণ, এ ভাতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় তহবিল রাজ্য সরকারের নেই। তবে বিজেপি, কংগ্রেস এবং বাম দলগুলো কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা বাড়ানোর দাবি তুলেছে।

মমতা বলেছেন, ‘তারা একের পর এক চাইছেন। তাদের আর কত দেব?’ তিনি আরও বলেন, ‘আমাদের সরকারের পক্ষে আর ডিএ দেয়া সম্ভব নয়। আমাদের কাছে অত টাকা নেই।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা অতিরিক্ত ৩ শতাংশ ডিএ দিয়েছি। আপনারা যদি এতে খুশি না হন, তবে আপনারা আমার মাথা কেটে নিতে পারেন। আপনাদের আরও কত দরকার?

রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। সেখানে তিনি ঘোষণা করেছিলেন, চলতি মার্চ থেকে সরকার শিক্ষক ও পেনশনারসহ তার কর্মচারীদের জন্য সরকার ৩ শতাংশ অতিরিক্ত ডিএ প্রদান করবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer