Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

ফেব্রুয়ারির মধ্যেই প্রাথমিকে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৭, ৬ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

ফেব্রুয়ারির মধ্যেই প্রাথমিকে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশ

ফেব্রুয়ারির মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শেষের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠানো হয়।

শিক্ষা অধিদপ্তর থেকে জারিকৃত আদেশে উল্লেখ করা হয়, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোনো ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। সব শিশুকে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে ভর্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভর্তিচ্ছু শিশুদের নাম, ঠিকানাসহ সকল তথ্য রেজিস্ট্রারে লিখে রেখে সংশ্লিষ্ট শ্রেণিতে ভর্তির ব্যবস্থা করতে হবে।

অসুস্থ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ে না আসার জন্য অভিভাবকদের বলা হয়েছে। এছাড়া শিক্ষক ও কর্মচারী এবং সন্তানসম্ভবা শিক্ষিকাদের বিদ্যালয়ে উপস্থিত না থাকার নির্দেশনা রয়েছে আদেশে। তবে অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মহামারির কারণে যেসব শিক্ষার্থী বিদ্যালয়হীন হয়ে পড়েছে সেগুলোতে সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তির ব্যবস্থা করাসহ মোট সাতটি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables