Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

জবিকে সেনাবাহিনীর প্রধানের প্রজেক্টর হস্তান্তর

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৭, ২৬ নভেম্বর ২০২০

প্রিন্ট:

জবিকে সেনাবাহিনীর প্রধানের প্রজেক্টর হস্তান্তর

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগকে শুভেচ্ছা উপহার হিসেবে ৩৫ মিলিমিটার প্রজেক্টর হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি এর পক্ষ থেকে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৩৫ মিলিমিটার প্রজেক্টরটি শুভেচ্ছা উপহার হিসেবে হস্তান্তর করেন ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রজেক্টরটি গ্রহন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. আনোয়ার বেগম, ফিল্ম এন্ড টেলিভিশন বিভোগের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আহমদ হালিম এবং রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান।

বহুমাত্রিক.কম