Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

প্রাথমিকের ক্লাস হবে এবার রেডিওতে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৫, ৯ আগস্ট ২০২০

প্রিন্ট:

প্রাথমিকের ক্লাস হবে এবার রেডিওতে

করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সংসদ টিভির পাশাপাশি এবার বেতারের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্লাস প্রচার করা হবে।

রোববার এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আদেশে বলা হয়েছে, ১২ আগস্ট থেকে বাংলাদেশ বেতারের এএম-৬৯৩ মেগাহার্জে এবং এফএম ব্র্যান্ড ও কমিউনিটি রেডিওতে প্রাথমিকের ক্লাসের সম্প্রচার শুরু হবে।

রবি থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা ৫ মিনিট থেকে বিকাল ৪টা ৫৫ মিনিট পর্যন্ত এই ক্লাস সম্প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd অথবা গুগল প্লে স্টোর থেকে Bangladeshbetar অ্যাপস ডাউনলোড করে নির্ধারিত এলাকার এফএমে এসব শোনা যাবে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables