Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

মুজিববর্ষের সেরা করদাতা কাউছ মিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৭, ২ মার্চ ২০২১

প্রিন্ট:

মুজিববর্ষের সেরা করদাতা কাউছ মিয়া

তামাক ব্যবসায়ী হাজী মো. কাউছ মিয়াকে সরকার মুজিব বর্ষের সেরা করদাতা নির্বাচিত করেছে। আগামী শুক্রবার সরকারের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হবে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক আদেশে জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হাজী মো. গাউস মিয়াকে মুজিব বর্ষের সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে। কর অঞ্চল-২ এ তিনি কর প্রদান করে থাকেন।

প্রসঙ্গত, জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া গত কয়েক বছর সেরা করদাতা নির্বাচিত হয়ে আসছেন। তিনি হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী। ২০২০-২১ করবর্ষেও তিনি ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা পেয়েছেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables