Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৫ ১৪৩২, মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫

১০ দিনে পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে : বাণিজ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৭, ১৯ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

১০ দিনে পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে : বাণিজ্যমন্ত্রী

ঢাকা : মিশর থেকে আমদানি করা পেঁয়াজ কাল রাতে ঢাকায় পৌঁছাবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ২০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিনই বিমানে করে পেঁয়াজ আসবে দেশে।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে টিপু মুনশি বলেন, ১০ দিনের মধ্যে পেঁয়াজের বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে।

বানিজ্যমন্ত্রী বলেন, আজকে যে পেঁয়াজ আসার কথা রয়েছে, সেটা পেঁয়াজ লোড করতে গিয়ে টেকনিক্যাল সমস্যা হয়েছে, তাই আসতে পারেনি। তারপরে ওই পেঁয়াজ আজ রাতেই লোড করবে। আশা করছি আগামী কাল রাতের মধ্যে দেশে পৌঁছাবে।

তিনি বলেন, রেগুলার সে ফ্লাইটে যে পেঁয়াজ আসবে, সেগুলো প্রতিদিনই নিয়ম মতো দেশে আসবে।

Walton
Walton