Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৪ ১৪৩১, সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪

স্বর্ণের দাম ভরিতে কমল আড়াই হাজার টাকা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৬, ১২ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

স্বর্ণের দাম ভরিতে কমল আড়াই হাজার টাকা

ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৫১৯ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়া এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ এখন থেকে বিক্রি হবে ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ২৯ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯১ হাজার ৪১১ টাকা।

এর আগে ৯ নভেম্বর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৩ হাজার ৪৫৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer