Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৪ ১৪৩২, বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬

চলমান অস্থিরতা না কাটলে সোমবার থেকে কারখানা বন্ধ: বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০১, ১৪ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

চলমান অস্থিরতা না কাটলে সোমবার থেকে কারখানা বন্ধ: বিজিএমইএ

ছবি- সংগৃহীত

শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে পোশাকশিল্পে চলমান অস্থিরতা না কাটলে আাগামী সোমবার থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। 

শনিবার রাজধানীতে বিজিএমইএ কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে কারখানা মালিক ও সংগঠনের নেতাদের বৈঠক হয়।

বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, অস্থিরতা না কাটলে আগামী সোমবার থেকে তারা কারখানা বন্ধ রাখবেন। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) বিজিএমইএর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে।

Walton
Walton