Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

রোববার রাজধানীর যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৫, ৮ জুন ২০২৪

প্রিন্ট:

রোববার রাজধানীর যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

ফাইল ছবি

গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য রোববার (৯ জুন) রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ তিন ঘণ্টা বন্ধ থাকবে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

এতে বলা হয়, রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট তিন ঘণ্টা মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এছাড়া, ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।