Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৫ ১৪৩২, মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫

৭ দফা দাবিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

৭ দফা দাবিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্মসূচি

ছবি: বহুমাত্রিক.কম

‘‘ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই’’-‘‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’’ এই শ্লোগাণে   সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ণের প্রতিশ্রুতি বাস্তবায়নসহ ৭ দফা দাবীতে গাজীপুর মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে গণঅনশন ও গণ অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার গাজীপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কৃপাময়ী কালীমন্দির প্রাঙ্গণে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত এ গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচী পালিত হয়। 

এ সময় নেতারা জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ বিভিন্ন দাবী জানান। 

গণঅনশন ও গণ অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি জীবন কুমার মল্লিক। যুব ঐক্য পরিষদ গাজীপুরের সাধারণ সম্পাদক বাদল সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গাজীপুর মহানগরের  সভাপতি মন্ডলীর অন্যতম সভাপতি ফেডরিক মুকুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক সনজিত মল্লিক বাবু। এছাড়াও কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার, যুব ঐক্য পরিষদের সভাপতি রতন সরকার, মাধববাড়ি সার্বজনীন দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিত চন্দ্র দাস, অপু সরকার, বিপুল দেবনাথ ও সীমা চৌধুরীসহ প্রমুখ।

Walton
Walton