Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৯ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ জুলাই ২০২৪

ঈদের আগেই দিতে হবে শ্রমিকদের বেতন-বোনাস: শ্রম প্রতিমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ৬ জুন ২০২৩

প্রিন্ট:

ঈদের আগেই দিতে হবে শ্রমিকদের বেতন-বোনাস: শ্রম প্রতিমন্ত্রী

ছবি- সংগৃহীত

ঈদের আগেই পোশাক শ্রমিকদের সব ধরনের দাবি-দাওয়া এবং বেতন-বোনাস মেটাতে বলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলন কক্ষে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ- টিসিসি’র ৭৫তম এবং আরএমজি টিসিসি’র ১৫তম সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ঈদ যেহেতু মাসের শেষ দিকে, সেজন্য শ্রমিকদের ঈদ বোনাসের সঙ্গে চলতি মাসের ১৫ দিনের বেতনও দিয়ে দেবেন।’
 
এ সময় শ্রমিক নেতাদের জুন মাসের পূর্ণ বেতন দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ‘১৫ দিনের বেতন বাধ্যতামূলক। তবে কোনো মালিকের সক্ষমতা থাকলে, ইচ্ছে করলে তিনি পূর্ণ মাসের বেতনও দিতে পারেন।’

তিনি আরও বলেন, গার্মেন্টস যেহেতু রফতানিমুখী শিল্প এবং ঈদে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতে হবে, তাই এসব বিষয়কে মাথায় রেখে শ্রমিকদের ছুটি দেবেন।’

এ সময় শ্রমিক নেতারা রেশনের দাবি জানালে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী শ্রমিকদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। প্রধানমন্ত্রী শ্রমিকদের রেশনের দাবির বিষয়ে জানেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হবে।’

টিসিসি সভায় মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ, ফাহমিদা আখতার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক মিনা মাসুদ উজ্জামান, শিল্প পুলিশের ডিআইজি জিহাদুল কবির, বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মো. নাসির উদ্দীন, পরিচালক মো. হারুন অর রশিদ, জাতীয় শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুস সালাম খান, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম রনি, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েল, জাতীয় শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি কামরুল আহসান, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ এবং সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিক নেত্রী নাজমা খাতুনসহ বিভিন্ন মন্ত্রণালয়, আইএলও, দফতর-সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer