
ফাইল ছবি
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ও তিন উপজেলাসহ ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। এদিন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলকার সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ রাখা নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। একইদিনে দেশের ৩টি উপজেলা পরিষদ ও ৭টি ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপনির্বাচনও অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সব তফসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ শাখা ও উপশাখা বন্ধ থাকবে।