Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

বেনাপোলে বিজিবি ও বিএসএফের প্যারেড অনুষ্ঠিত

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ২৯ মার্চ ২০২১

প্রিন্ট:

বেনাপোলে বিজিবি ও বিএসএফের প্যারেড অনুষ্ঠিত

ছবি- বহুমাত্রিক.কম

যশোর : বেনাপোল আইসিপিতে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শুক্রবার বিকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক আয়োজিত বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রেট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে বিজিবির পক্ষে বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সোহরাব হোসেন ভূঞা, যশোর রিজিয়ন কমান্ডার কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, খুলনা সেক্টর কমান্ডার, লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা, যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রওশানুল ফিরোজ সহ খুলনা র‌্যাব অধিনায়ক, ৪৯ বিজিবির উপ-অধিনায়ক, ২১ বিজিবির উপ-অধিনায়ক এবং বিএসএফএর পক্ষে ১৫৮ বিএসএফ কমান্ডান্ট অরুন কুমার ও ১৭৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুনীল কুমার সহ অন্যান্য স্টাফ অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোরের পুলিশসুপার প্রলয়কুমার জোয়ারদার, যশোর কাস্টমস কমিশনার আজিজুর রহমান, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাংবাদিকবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্যারেড উপভোগ করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables