Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৫ ১৪৩১, বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

ইসি ভবনের আশপাশে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ১৫ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

ইসি ভবনের আশপাশে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বুধবার সন্ধ্যা ৭টায় ঘোষণা করা হবে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ভবনের আশপাশে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র‌্যাব) মোতায়েন করা হয়েছে।

২৬ বিজিবির উপঅধিনায়ক মেজর আবরার আল মেহবুব বুধবার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্য পরিস্থিতি যেন না হয় সেদিকে নজর রেখে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ জায়গায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুধু নির্বাচন কমিশন ভবন নয়, আশপাশেও আমরা নজর রাখছি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখসহ বিস্তরিত দিনক্ষণ জানা যাবে বুধবার সন্ধ্যায়। এদিন বিকাল ৫টায় নির্বাচন কমিশনের ২৬ তম সভায় মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ দিন ও ভোটের দিণক্ষণ চূড়ান্ত হবে। তারপর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer