Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৩ ১৪৩০, মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

যশোরে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে সেনাপ্রধান

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ২১ জুন ২০২৩

প্রিন্ট:

যশোরে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে সেনাপ্রধান

ছবি- সংগৃহীত

যশোরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকালে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে এই মহড়া পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, 'বাংলাদেশ সেনাবাহিনী অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে প্রশিক্ষণকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী যতগুলো প্রশিক্ষণ করে; সবচেয়ে কঠোর প্রশিক্ষণ হচ্ছে এই গ্রীষ্মকালীন যৌথ প্রশিক্ষণ। কেননা গ্রীষ্মকালীনের প্রতিকূল আবহাওয়া অত্যন্ত দুর্গম এলাকায় কঠোর কঠোর অপারেশন পরিচালনা হয় এই প্রশিক্ষণে। যা ভবিষ্যতে যেকোন যুদ্ধের মুখোমুখি হতে হলে সঠিকভাবে সক্ষমতা প্রদর্শন করতে পারি। এই প্রশিক্ষণে যেসব অফিসার সৈনিকরা কষ্ট করছে; কি প্রশিক্ষণ নিচ্ছে সেটাই পরিদর্শনে আসা।

পরিদর্শনে সেনা প্রধান প্রশিক্ষণ ক্যাম্প ঘুরে দেখেন এবং এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে যশোর সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer