
ছবি- সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগের কামালবাগ এলাকার একটি বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার বিকেল সোয়া ৩টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আমাদের ৮টি ইউনিট সর্বোচ্চ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।