Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২১ ১৪৩১, মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে যশোরে মানববন্ধন

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩১, ৭ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে যশোরে মানববন্ধন

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, আওয়ামী সরকারের সময় প্রকৃত মেধাবীরা মেধার যোগ্যতায় চাকরি পায়নি।

সরকার দুর্নীতির মাধ্যমে বেছে বেছে ছাত্রলীগ নামধারী নেতাকর্মীদের চাকরি দিয়েছে। ফলে সরকারি চাকরিতে মেধাবীদের মূল্যায়ন করা হয়নি। অবিলম্বে প্রকৃত মেধাবীরা যাতে সরকারি চাকরিতে আবেদন করতে পারে সেজন্য চাকরিতে বয়স সীমা ৩৫ বছর করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer