Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৬ ১৪৩১, সোমবার ২২ জুলাই ২০২৪

কুড়িগ্রামে নৌকাডুবি: শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ২০ জুন ২০২৪

প্রিন্ট:

কুড়িগ্রামে নৌকাডুবি: শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬

ফাইল ছবি

কুড়িগ্রামের তিস্তা নদীতে ২৫ যাত্রী নিয়ে নৌকাডু‌বির ঘটনায় ১৮ জন সাঁতরে তীরে উঠলেও এখনও নিখোঁজ রয়েছেন ৬ জন। এর মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বুধবার সন্ধ্যায় উপ‌জেলার বজরা ইউনিয়‌নের সাদুয়া দামারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পুরাতন বজরা ঘাট এলাকার ফয়জার আলীর মেয়ে জামাইয়ের বাড়িতে বিয়ে পরবর্তী দাওয়াত খেতে যাওয়ার সময় এ নৌকাডুবির ঘটনা ঘটে। ছোট নৌকায় ২৫ জন যাত্রী উঠায় তিস্তার তীব্র স্রোতে তা উল্টে যায়।

এসময় ১৮ জন সাঁতরে তীরে উঠে আসে। নিখোঁজ ৭ জনের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।নিখোঁজদের মধ্যে একই পরিবারের দুই শিশুসহ ৪ জন রয়েছে বলে জানা গেছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক সাইদুল আরীফ জানান, নৌকাডুবির ঘটনায় রাত ২ টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়েছে। ফের বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালানো হবে। নিখোঁজদের না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer