Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩০ ১৪৩২, সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৮, ২২ এপ্রিল ২০২৪

আপডেট: ০৯:৫০, ২২ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

ফাইল ছবি

রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মী আব্দুল ওয়াদুদ প্রাণ হারিয়েছেন। শনিবার সকালে মালিবাগ রেলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, ওয়াদুদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। বর্তমানে মালিবাগ পশ্চিম হাজীপাড়ায় থাকতেন। 

স্বজনেরা জানান, রাত্রিকালীন ডিউটি শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ওয়াদুদ। পথে রেলগেট পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। খবর পেয়ে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables