Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

সেনাবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় নিয়ন্ত্রণে ঝিলপাড় বস্তির আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৫:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

সেনাবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় নিয়ন্ত্রণে ঝিলপাড় বস্তির আগুন

ফাইল ছবি

রাজধানীর মিরপুর ১২ নম্বর ঝিলপাড় বস্তিতে লাগা আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরা একযোগে চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন নেভাতে সক্ষম হন। 

এর আগে সোমবার দুপুর ১টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। এ ঘটনায় কাঠ-বাঁশ ও টিনের তৈরি অনেক ঘর পুড়ে গেছে।সোমবার দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। 

তিনি বলেন, ঝিলপাড় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে দুপুর ২টায়। আমাদের ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables