Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১১ ১৪৩২, মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫১, ৫ ডিসেম্বর ২০২৩

প্রিন্ট:

আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান আর নেই

ফাইল ছবি

বীর মুক্তিযোদ্ধা আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ, টাঙ্গাইলের কৃতি সন্তান আতিকুর রহমান সালু আর নেই (ইন্না লিল্লাহি..... ওয়াইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকালে তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় আমেরিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন 
  
আতিকুর রহমান সালু (পুরো নাম আতিকুর রহমান ইউসুফজাই)  সালু ভাই প্রাণবন্ত, সদা হাস্যময়, প্রবাসে থেকেও দেশের জন্য অকুণ্ঠ, নিবেদিতপ্রাণ। 

১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক। ছিলেন পূর্ব পাকিস্তান বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়নের সভাপতি। মওলানা ভাসানীর ঘনিষ্ঠ সান্নিধ্যে ধন্য হওয়া একজন। মুক্তিযুদ্ধের বীরপুরুষ। বিপ্লবীদের সমন্বয় কমিটির নেতা।

দেশ ছেড়ে অনেককাল আমেরিকায় প্রবাস জীবনে থেকেও দেশের সকল ক্রান্তিকালে পাশে এসে দাঁড়িয়েছেন। ছিলেন আন্তর্জাতিক নদী পানি ও পরিবেশ আন্দোলনের নেতা। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables