
ছবি: বহুমাত্রিক.কম
গাজীপুর টঙ্গীতে আলোচিত শরীফ হোসেন রিফাত (১৯) নামে এক যুবকের হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
বুধবার বিকাল সাড়ে ৫ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এরশাদনগর এলাকায় অংশ অবরোধ করে এই বিক্ষোভ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়৷ পরে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের আশ্বাসে ভুক্তভোগী স্বজন ও এলাকাবাসী মহাসড়ক থেকে সরে যান।
নিহত স্বজনদের দাবি রিফাত হত্যাকান্ডের ঘটনায় দুদিন অতিবাহিত হলেও পুলিশ অভিযুক্ত দুজনের কাউকেই গ্রেফতার পারেনি। টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, নিহত স্বজনরা অভিযুক্তদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিল পরে তাদের আশ্বস্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।