ছবি: বহুমাত্রিক.কম
শুক্রবার সকালে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৩ উপলক্ষ্যে ময়মনসিংহ নার্সিং কলেজ আয়োজিত এক বর্ণ্যাঢ্য র্যালি উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ' প্রতিপাদ্যে র্যালিটি নার্সিং কলেজ থেকে শুরু হয়ে চরপাড়া মোড় প্রদক্ষিণ করে আবার নার্সিং কলেজে এসে শেষ হয়।
র্যালির শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় মেয়র দিবসের সফলতা কামনা করেন এবং এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ জাকিউল ইসলাম, বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি ডাঃ মোঃ মতিউর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা, ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ নাজমা খাতুন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন এর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোঃ লুৎফর রহমান, সেবা তত্ত্বাবধায়ক নিভা রানী চন্দ, উপসেবা তত্ত্বাবধায়ক আজিদা বেগম, বিএনএ ট্রেজারার রাশিদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে মেয়র এ দিবস উপলক্ষে স্কাবো নার্সিং কলেজ আয়োজিত এক র্যালি উদ্বোধন করেন। ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীদের পড়াশুনার সহযোগিতায় এবং শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নার্সিং কলেজের নারী হোস্টেলে ফ্রি ওয়াইফাই ব্যবস্থার উদ্বোধন করেন মেয়র। দ্রুততম সময়ের মধ্যে কলেজের অন্যান্য অংশে ইন্টারনেটের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।