Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

ময়মনসিংহে হজ্জ কাফেলা ফাতেমা ট্যুরস’র হজ্জ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ১৩ মে ২০২৩

প্রিন্ট:

ময়মনসিংহে হজ্জ কাফেলা ফাতেমা ট্যুরস’র হজ্জ প্রশিক্ষণ

ছবি: বহুমাত্রিক.কম

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বৃহৎ ৩৮০ জনের হজ্জযাত্রীর হজ্জ কাফেলা নিয়ে ফাতেমা ট্যুরস এন্ড ট্রাভেলস হজ্ব সার্ভিসের দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা শনিবার (১৩ মে) নগরীর স্থানীয় ধানসিঁড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

এসময় হাদিসের উদ্ধৃতি দিয়ে বিশিষ্ট ওলামাগণ বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ‘যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য হজ্জ করে, আর কোনোরূপ অশ্লীলতা ও গোনাহে লিপ্ত না হয়, সে হজ্জ শেষে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসে। একটি কবুল হজ্জের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না।’

ফাতেমা ট্যুরস এন্ড ট্রাভেলস হজ্ব সার্ভিস লিঃ এর পরিচালক মোঃ হাফিজুর রহমান সুজনের  সভাপতিত্বে ও মাওলানা মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে হজ্জ গমন কারীদের উদ্দেশ্যে প্রশিক্ষণে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল্লাহ আলম মামুন, প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মনসুর আলম চন্দন, মাওলানা ইমদাদুল্লাহ, মুফতি মোঃ সাদেক, মুফতি  রবিউল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান, হাফেজ মাওলানা তরিকুল ইসলাম, মোঃ হেলাল উদ্দিন ও মাওলানা রেজাউল করিম প্রমূখ।