
ঢাকা : ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। এ বিষয়ে সচেতনতার লক্ষ্যে রামপুরা বনশ্রী কৃষিবিদ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে একটি সচেতনতা র্যালি ও এ সংক্রান্ত লিফলেট বিতরণ করে।
র্যালিটি বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সি-ডি এভিনিউ হতে শুরু হয়ে ই- এফ এভিনিউ রোডে ফরাজী হাসপাতালের পাশে এক সমাবেশের মাধ্যমে শেষ হয় ।
উক্ত র্যালী ও সমাবেশে রামপুরা বনশ্রী কৃষিবিদ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কৃষিবিদ প্রফেসর এ কে এম সাইদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও রামপুরা বনশ্রী কৃষিবিদ ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ মুকসুদ আলম মুকুটের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, সরকারের অতিরিক্ত সচিব কৃষিবিদ ড. মোঃ রেজাউল হক সেলিম, সিনিয়র সহসভাপতি কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আনোয়ার ফরাজী ইমন, কৃষিবিদ ব্যাংকারর্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কৃষিবিদ মোঃ রেজাউল করিমসহ অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি কৃষিবিদ মোঃ আবু হানিফ মিয়া, কোষাধ্যক্ষ মোঃ কৃষিবিদ আহমেদ আলি ইকবাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মোঃ মহসীন আলী মন্ডল প্রিন্স, জনসংযোগ সম্পাদক কৃষিবিদ মহিদুর রহমান, দপ্তর সম্পাদক কৃষিবিদ মহেন্দ্র নাথ পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষিবিদ ড. বশীর আহমেদ, কৃষি, বন ও পরিবেশ সংরক্ষণ সম্পাদক কৃষিবিদ অঞ্জন কুমার বড়ুয়া, কার্যকরী পরিষদের সদস্য কৃষিবিদ মোঃ শাহ আলম, কৃষিবিদ প্রদীপ চন্দ্র দেবনাথ, কৃষিবিদ মোঃ রওশন আলী, পারটেক্স গ্রুপের জিএম কৃষিবিদ মোঃ সাইদুল আজহার বাপ্পী প্রমূখ ।
বহুমাত্রিক.কম