জুলিয়েট’স ক্রিয়েশনের ‘সামার ফেস্ট ২০২৩’ -এ রয়েছে সত্তরের বেশি ব্রান্ডের স্টল। পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের শাড়ি, থ্রি পিস, বোরকা, হিজাব, কুর্তি, চামড়ার জুতা, ব্যাগ, ঘড়ি, কসমেটিকস, হারবাল পণ্য, জুয়েলারি, পারফিউম, মেহেদী, শিশু ও পুরুষদের পোশাক ও খাবারের দোকান। ক্রেতাদের জন্য প্রতিদিন ‘র্যাফেল ড্র’ তে রয়েছে বিশেষ আকর্ষণীয় উপহার।