একদিন পেরিয়ে গেলেও পুরোপুরি নেভানো যায়নি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনের আগুন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে থাকলেও এখনও বের হচ্ছে ধোঁয়া।রোববার কর্মদিবস শুরুর পর কার্গো সেকশন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের ভিড় বাড়ে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মের বেড়াজালের কারণে আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়।