ফাইল ছবি
ভেনেজুয়েলায় চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে কলম্বিয়ার এবং কিউবার রাষ্ট্রপ্রধানগণ। শনিবার (৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এ তথ্য জানান।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভেনেজুয়েলা সরকার অভিযোগ, যুক্তরাষ্ট্র কারাকাসে হামলা চালিয়েছে। হামলার পরপরই ভেনেজুয়েলা দেশে জরুরি অবস্থা জারি করেছে।
এ হামলার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কলম্বিয়া যেকোনো একপক্ষীয় সামরিক পদক্ষেপকে প্রত্যাখ্যান করে। বিশেষকরে, যুক্তরাষ্ট্রের এমন খামখেয়ালি আচরণ পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। একইসঙ্গে ভেনেজুয়েলার সাধারণ জনগণকে ঝুঁকিতে ফেলতে পারে।’
তিনি আরও জানিয়েছেন, কলম্বিয়া প্রতিবেশী দেশের পরিস্থিতি ‘গভীর উদ্বেগের সঙ্গে’ পর্যবেক্ষণ করছে এবং সমস্ত পক্ষকে সংঘাত এড়াতে আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল যুক্তরাষ্ট্রের এই হামলাকে ‘অপরাধমূলক’ কার্যক্রম হিসেবে আখ্যায়িত করে এক পোস্টে বলেন, কিউবা এই অপরাধমূলক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দাবি করছে।




