Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৮ ১৪৩২, মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫

শহিদুল আলম গাজায় পৌঁছেছেন দাবিতে ভাইরাল ছবিটি ভুয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫, ৪ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

শহিদুল আলম গাজায় পৌঁছেছেন দাবিতে ভাইরাল ছবিটি ভুয়া

ছবি: সংগৃহীত

আলোকচিত্রী শহিদুল আলম গাজায় পৌঁছেছেন দাবিতে ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি বলে শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।রিউমার স্ক্যানার ফেক্টচেক অনুসন্ধান টিম জানায়, শহিদুল আলমের অংশ নেওয়া 'কনশানস' জাহাজের লাইভ স্ট্রিম অনুযায়ী, সেটি এখনও যাত্রাপথে রয়েছে। ত্রাণ বিতরণের ভাইরাল এই ছবিটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি।

রিউমার স্ক্যানার জানায়, গতবছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, খাগড়াছড়ির সাম্প্রতিক ইস্যু, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। এছাড়াও  ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে বলে প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার।
 
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। সূত্র বাসস। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables