Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৪, ১১ জুলাই ২০২৫

প্রিন্ট:

কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সবচেয়ে নীকটতম প্রতিবেশী কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার প্রকাশিত এক চিঠিতে এ কথা জানান তিনি। পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশের ওপরও ১৫ থেকে ২০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, নিজের ট্রুথ সোশ্যালে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে লেখা একটি চিঠি প্রকাশ করেন ট্রাম্প। সেখানে বলা হয়েছে, নতুন এই শুল্ক আগামী ১লা আগস্ট থেকে কার্যকর করা হবে। সতর্ক করে ট্রাম্প বলেন, কানাডা যদি পাল্টা ব্যবস্থা নেয় তাহলে এই শুল্ক আরও বাড়তে পারে।  

এর আগে কানাডার কিছু পণ্যে ২৫ শতাংশ শুল্ক দিয়েছিলেন ট্রাম্প। নতুন করে শুল্ক বৃদ্ধি অটোয়ার জন্য বড়া ধাক্কা বলে মনে করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ইউএসএমসিএ চুক্তির আওতায় যেসব পণ্য রয়েছে সেগুলোতে আগের শুল্কই থাকবে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে সার শংশ্লিষ্ট পণ্যসমূহ। এগুলোতে ১০ শতাংশ শুল্কই থাকবে। যদিও এ বিষয়টি চূড়ান্ত নয় বলে জানানো হয়েছে।

ট্রাম্পের অভিযোগ,কানাডা বিভিন্ন ধরনের বাণিজ্য বাধা সৃষ্টি করে মার্কিন ডেইরি ফার্ম ও অন্যান্য ক্ষুদ্র খাতে ক্ষতি করছে। এছাড়া কানাডা থেকে ক্ষতিকারক মাদক ফেনটানাইলের প্রবাহের বিষয়েও অভিযোগ করেন ট্রাম্প। কানাডার কর্মকর্তারা বলছেন, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার ব্যবস্থা নিয়েছেন।

প্রধানমন্ত্রী ক্যার্নি এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে কয়েকদিন আগে বলেছিলেন, তিনি ও ট্রাম্প একসঙ্গে একটি নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা চুক্তি করতে চান, যা আগামী ৩০ দিনের মধ্যে চূড়ান্ত হওয়ার কথা।

এদিকে অন্যান্য দেশগুলোর ওপরও শুল্ক নির্ধারণের কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, সকল দেশের জন্য আলাদা চিঠির প্রয়োজন নেই। এখন থেকে সব দেশের জন্য শুল্ক ধার্য হবে, হয় ১৫ শতাংশ অথবা ২০ শতাংশ। এ ব্যাপারে আমরা এখনই সিদ্ধান্ত নিচ্ছি।

এমন সিদ্ধান্তের প্রভাব বিশেষ করে কানাডার মতো দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ, কানাডা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ও সর্ববৃহৎ আমদানিকারক দেশ। গত বছর, যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৩৪৯ দশমিক ৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে কানাডা। অন্যদিকে রফতানি করেছে ৪১২ দশমিক ৭ বিলিয়ন ডলারের পণ্য।

কানাডার রাজনৈতিক মহল এই ঘোষণা নিয়ে এখনও মত প্রকাশ করেনি। তবে, ট্রাম্পের এই আগ্রাসী নীতির কারণে প্রতিবেশী এ দুই দেশের বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।