
ফাইল ছবি
মায়ের মৃত্যুতে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে সাংবাদিক ফারজানা রুপাকে। একই কারণে প্যারোলে মুক্তি পেয়েছেন রুপার স্বামী সাংবাদিক শাকিল আহমেদও।
বুধবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান রুপা, আর কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান শাকিল।
ঢাকা বিভাগের কারা-মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির তথ্যটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রুপার মা হোসনে আরা বেগম মারা যান। ময়মনসিংহে মায়ের ও শাশুড়ির জানাজা-দাফনের সময় উপস্থিত থাকতে ও শেষবারের জন্য দেখতে আবেদন করেন রুপা-শাকিল। পরে তাদের ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন হলে বিদেশে চলে যাওয়ার সময় গত ২১ আগস্ট বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন শাকিল ও রুপা। তাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। শাকিল আহমেদ বেসরকারি একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান ও ফারজানা রুপা একই টেলিভিশনের প্রধান প্রতিবেদক ছিলেন।