Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৭ ১৪৩১, বুধবার ০১ মে ২০২৪

রাতে দেশে আসছে ভারতের ১৬৫০ টন পেঁয়াজ

প্রকাশিত: ১৫:০৫, ৩১ মার্চ ২০২৪

প্রিন্ট:

রাতে দেশে আসছে ভারতের ১৬৫০ টন পেঁয়াজ

ফাইল ছবি

ভারত থেকে রোববার রাতে দেশে ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেয়াঁজ আসছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি জানান, ট্রেনের মাধ্যমে এ পেঁয়াজ দেশ আসবে। সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের নবম সভা শেষে আজ রোববার দুপুরে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, ৪০ টাকা কেজি দামে এই পেঁয়াজ ওপেন সেলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রি করা হবে। ট্রেনের মাধ্যমে পেঁয়াজের এই চালান দেশে আসবে।

প্রতিমন্ত্রী দাবি করেছেন, গত কয়েকবছরের মধ্যে এ বছর বেশির ভাগ পণ্যের দাম নিম্নমুখী। আন্তর্জাতিক বাজারে চালের দাম ২৫ ভাগ বাড়লেও বাংলাদেশে এক থেকে দুই ভাগ বেড়েছে। সয়াবিন তেলের দামও নিয়ন্ত্রণে আছে।

আহসানুল ইসলাম টিটু বলেন, কোরবানির ঈদ পর্যন্ত তেল ও চিনির মজুত যথেষ্ট আছে। পয়লা বৈশাখ থেকে সরু ও মোটা চাল হিসেবে না জাত অনুযায়ী চাল বিক্রি করা হবে বলেও সভায় জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

এর আগে, গত বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত গৃহীত হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer