Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

এক মিনিট অন্ধকারে পুরো দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৯, ২৬ মার্চ ২০২৪

প্রিন্ট:

এক মিনিট অন্ধকারে পুরো দেশ

ফাইল ছবি

প্রতিবছরের মতো এবারও গণহত্যা দিবসে এক মিনিট অন্ধকারে (ব্ল্যাকআউট) ছিল সারাদেশ।

সোমবার রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী এ ‘ব্ল্যাকআউট’ পালন করা হয়। পুরো দেশ এক মিনিট অন্ধকারে থাকলেও কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এই কর্মসূচির আওতামুক্ত ছিল।

১৯৭১ সালের ২৫ মার্চের রাতটি ছিল ভয়াবহতম একটি রাত। মানব ইতিহাসের জঘন্যতম গণহত্যায় সেই কালরাতে বর্বর পাকিস্তানি বাহিনী মেতেছিল উল্লাসে। ঢাকা শহর হয়েছিল ধ্বংসস্তূপ। এত বছর পেরিয়ে গেলেও এমন আতঙ্কের রাত আর আসেনি ২৫ মার্চে।

‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তানি সেনাবাহিনী পরিকল্পিত গণহত্যার মাধ্যমে ওই রাতে বাঙালির জাতীয়তাবাদী, স্বাধিকার আন্দোলনকে সশস্ত্র হামলার মাধ্যমে দমন করতে চেয়েছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer