Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩১, রোববার ২৮ এপ্রিল ২০২৪

শক্তিশালী ভূমিকম্পে সুনামি থেকে বাঁচল টোকিও

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১০, ২১ মার্চ ২০২৪

প্রিন্ট:

শক্তিশালী ভূমিকম্পে সুনামি থেকে বাঁচল টোকিও

ছবি- সংগৃহীত

জাপানের রাজধানী টোকিওর কাছে বৃহস্পতিবার সকালে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কিন্তু কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, আবহাওয়া সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ভূমিকম্পটি সকাল ৯:০৮ টার দিকে আঘাত হানে, যার কেন্দ্রস্থল ছিল পূর্ব জাপানের দক্ষিণ ইবারাকি প্রিফেকচারে প্রায় ৪৬ কিলোমিটার গভীরে, জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে।ভূমিকম্পের কারণে সাময়িকভাবে হোকুরিকু এবং জোয়েৎসু শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা বন্ধ করে দেয় যা টোকিও এবং মধ্য জাপানের শহর নাগানো এবং নিগাতাকে সংযোগ রক্ষা করে।

নিউক্লিয়ার রেগুলেশন অথরিটির কর্মকর্তা হিরোইউকি সানাদা বলেছেন, ইবারাকির টোকাই দাইনি পারমাণবিক কেন্দ্রে ‘কোন অস্বাভাবিকতা’ পাওয়া যায়নি।

উল্লেখ্য, জাপান প্রতি বছর প্রায় ১৫শ’ বার ভূমিকম্পে কেঁপে ওঠে, যার অধিকাংশই মৃদু।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer