Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩১, রোববার ২৮ এপ্রিল ২০২৪

এবার ‘জয় বাংলা কনসার্ট’ চট্টগ্রামে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ২২ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

এবার ‘জয় বাংলা কনসার্ট’ চট্টগ্রামে

ফাইল ছবি

চলতি বছর ৭ মার্চ ‘জয় বাংলা কনসার্ট’ হবে বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। ২০১৫ সাল থেকে ঢাকায় হয়ে আসা কনসার্টটি এবারই প্রথম ঢাকার বাইরে হচ্ছে।

মূলত ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণে ‘জয় বাংলা কনসার্ট’ আয়োজন করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’।

জানা গেছে, এবারের আসরে আর্টসেল, নেমেসিস, চিরকুটসহ শীর্ষ ব্যান্ড ও শিল্পীরা থাকবেন।

এরই মধ্যে সম্পূর্ণ আয়োজন সুষ্ঠুভাবে করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত মনিটরিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

প্রতিবছর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবার প্রথমবারের মতো এমএ আজিজ স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন চলছে। আয়োজনের সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

তিনি বলেন, ‘জয় বাংলা মন্ত্রে তরুণদের একতাবদ্ধ করতে ৭ মার্চ আয়োজন করা হচ্ছে জয় বাংলা কনসার্ট। আমাদের সব ধরনের প্রস্তুতির কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি, চট্টগ্রামবাসীকে আমরা তাদের কাঙ্ক্ষিত কনসার্ট উপহার দিতে পারব।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer