Bahumatrik :: বহুমাত্রিক
 
২৪ অগ্রাহায়ণ ১৪২৮, বুধবার ০৮ ডিসেম্বর ২০২১, ১২:১৩ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ফের লাগামহীন পেঁয়াজের বাজার


০৯ অক্টোবর ২০২১ শনিবার, ১২:৫৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ফের লাগামহীন পেঁয়াজের বাজার

রাজধানী ঢাকা সহ দেশের বেশিরভাগ বাজারেই বেড়েছে পেঁয়াজের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। ভারতীয় পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় দাম বৃদ্ধির এ ঘটনা ঘটেছে বলছেন ব্যবসায়ীরা।অনেকেই আবার দুষছেন অসাধু ব্যবসায়ীদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পেঁয়াজের লাগাম টানতে সরকার সাড়াশি অভিযান চালাবে। কোনও অসাধু প্রমাণ পেলেই সাথে সাথে বড় অঙ্কের জরিমানা সহ জেলে প্রেরণ করা হবে।

বাজার পরিস্থিতি নিয়ে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বৃহস্পতিবারের (৭ অক্টোবর) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এক মাসের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম (খুচরা মূল্য) প্রায় ৫৮ শতাংশ বেড়েছে। শুক্রবার এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ২০ থেকে ৪০ টাকা বেড়ে দেশের বেশিরভাগ খুচরা বাজারে প্রতি কেজি দেশী পেয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।