Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

সমস্যা

মিফতাহুল জান্নাত নুহা

প্রকাশিত: ০১:২৬, ১৩ আগস্ট ২০২১

প্রিন্ট:

সমস্যা

প্রতীকী ছবি

জন্ম মানেই কি সমস্যা
বেঁচে থাকাই কি পাপ
পারবে কি কেউ দিতে
আমার এই প্রশ্নের জবাব?

জানি কেউ পারবে না, কেউ বুঝবে না 
শত হাজারো নিঃস্ব মা ও বাবা
হোক না সে যতই পাপী
করুক না যতই পাপ

তবে কেন এত সমস্যা
শুধু সমস্যা চারিদিক
আমি কি সমস্যা
নাকি আমার সমস্যা
কোনটা হবে সঠিক?

জন্মেছি অবধি
আশে পাশে শুধু
কানে ভেসে আসে ঐ শব্দ
যদি-ও বা থাকে আকাশ বাতাস
প্রকৃতি ও নিস্তব্ধ

তাহলে কি ভাববো
সমস্যা কি শুধুই শব্দ?
যার ব্যবহারে অন্যেরা শুধু
অন্যকে করে জব্দ।

নাকি আছে আর কোন রূপ
প্রকৃতি আমাকে বলেনি তো..
থেকে গেছে নিশ্চুপ।

আমি চাই, চাই জানতে
চাই জানাতে সবাইকে
এতো সমস্যার সমাধান কি এটা,
যদি আমি জন্ম না নিতাম
এতো অচেনা মানুষের ভিড়ে!

শিক্ষার্থী, নবম শ্রেণি
সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables